১৮৮২

‘উহাও যাহা তাহাদের সম্মুখে আছে এবং উহাও যাহা তাহাদের পশ্চাতে আছে’ এই উক্তির অর্থ এইরূপ হইতে পারেঃ তাহারা যাহা করিয়াছিল এবং যাহা করে নাই বা যাহা করিতে পারে নাই। অথবা এমনও বুঝাইতে পারেঃ যে প্রভাবের অধীনে তাহারা ছিল বা যে সকল পরিবর্তন তাহারা সাধন করিয়াছিল।