এই আয়াত বিশ্ব-প্রকৃতির মধ্যে শৃংখলাপূর্ণ নিয়মের নিখুঁত এবং পূর্ণাঙ্গরূপের প্রতি ইঙ্গিত করে এবং সেজন্যই ইহার স্রষ্টা এবং পরিচালকেরও পূর্ণাঙ্গরূপ প্রকাশ করে এবং তাহার এক-অদ্বিতীয় হওয়ার প্রতিও ইশারা করে। আয়াতের মর্ম ইহাও যে, আল্লাহ্তা’লার কর্তৃত্ব সর্বোচ্চ এবং অন্যান্য সকল সত্তা ও বস্তু তাঁহার মহান আধিপত্যের অধীন। ইহা বহু-ঈশ্বরত্বের বিরুদ্ধে আরও একটি দলীল উপস্থাপন করে।