১৮৭৬

ইহা আল্লাহ্-রাব্বুল-আলামীনের মহত্ব, মর্যাদা ও বিচক্ষণতার পরিপন্থী যে, তিনি এক মহৎ অভীষ্ট লক্ষ্য ছাড়া এই বিশ্ব সৃষ্টি করিয়াছেন, অনর্থক এবং উদ্দেশ্যহীনভাবে কিছু করিয়াছেন।