১৮৭৪

এই আয়াতের মর্ম কেবল ইহাই নহে যে, কুরআনের অস্বীকারকারীরা দুর্দশায় পড়িবে এবং ইহার অনুসারীগণ অগ্রগতি ও উন্নতি লাভ করিবে এবং আধ্যাত্মিক ও পার্থিব গৌরবের নিম্নতম ধাপ হইতে সর্বোচ্চ শিখরে উন্নীত হইবে। পক্ষান্তরে এই বাস্তব ঘটনা এক নির্ভুল প্রমাণ ও প্রতিষ্ঠিত করিবে যে, কুরআন বানোয়াট নহে, কবিতার ছন্দ কিম্বা অলীক স্বপ্নের কাহিনী নহে, পরন্তু আকাশ ও পৃথিবীর সৃষ্টিকর্তা সর্বশক্তিমান আল্লাহ্‌তা’লার সত্য কালাম।