সকল আন্তর্জাতিক প্রতিদ্বন্দ্বিতা এবং প্রতিহিংসাপরায়ণতা যাহার পরিণতিতে যুদ্ধ এবং মানবিক দুর্দশা ও রক্তক্ষয় সংঘটিত হয়— সবই পার্থিব সম্পদের এই দৈহিক ভোগ-বিলাসের জন্য উন্মত্ত বাসনার প্রত্যক্ষ বা পরোক্ষ ফলাফল। মুসলমানগণকে অন্যের সম্পদের প্রতি অর্থলোলুপ দৃষ্টি প্রসারিত না করিবার জন্য সতর্ক করিয়া দেওয়া হইয়াছে।