১৮৬১

‘ওয়ারাক’ শব্দের অর্থ সম্প্রদায়ের তরুণ বা কিশোরবৃন্দ (লেইন)। এই অর্থে আয়াতের অন্তর্নিহিত অর্থ ইহাই মনে হয় যে, আদম (আঃ)-এর গোত্রের লোকদিগের মধ্যে বিভেদ বা পার্থক্য সৃষ্টি করিতে শয়তান কৃতকার্য হইয়াছিল এবং কতক দুর্বল চরিত্রের সদস্য আওতার বাহিরে চলিয়া গিয়াছিল এবং হযরত আদম (আঃ) তরুণদিগকে একত্রিত করিয়াছিলেন এবং সম্প্রদায়ের সাধু ও সৎলোকদের ঐক্যবদ্ধ সহায়তায় তাঁহার গোত্রের লোকজনকে সংঘবদ্ধ করিয়াছিলেন। বাইবেলের মতে হযরত আদম (আঃ) ডুমুর পাতা ব্যবহার করিয়াছিলেন (আদি পুস্তক -৩ঃ৬-৭), কাশ্‌ফের ভাষায় যাহার অর্থ সৎলোক এবং ধার্মিক তরুণ।