হযরত আদমকে সতর্ক করা হইয়াছে যে, ইবলিসের চাটুবাক্যে যদি তুমি লোভের বশবর্তী হও এবং তাহার কথা গ্রহণ কর তাহা হইলে তুমি জান্নাত হইতে বঞ্চিত হইবে। ‘আল্ জান্নাত’ অর্থ পরম সুখ এবং আধ্যাত্মিক প্রশান্তির জীবন যাহা তিনি ইতিপূর্বে ভোগ করিতেছিলেন।
Visitor Edits
হযরত আদমকে সতর্ক করা হইয়াছে যে, ইবলিসের চাটুবাক্যে যদি তুমি লোভের বশবর্তী হও এবং তাহার কথা গ্রহণ কর তাহা হইলে তুমি জান্নাত হইতে বঞ্চিত হইবে। ‘আল্ জান্নাত’ অর্থ পরম সুখ এবং আধ্যাত্মিক প্রশান্তির জীবন যাহা তিনি ইতিপূর্বে ভোগ করিতেছিলেন।