১৮৫৫

হযরত নবী করীম (সাঃ) হইতে বর্ণিত হইয়াছে ‘জ্ঞান অন্বেষণ কর যদি সুদূর চীন দেশেও যাইতে হয়’ (সগীর, ১ম খণ্ড)। কুরআন মজীদের অন্যত্র বলা হইয়াছে যে, জ্ঞান আল্লাহ্‌তা’লার মহান অনুগ্রহ (২ঃ২৭০ এবং ৪ঃ১১৪)। জ্ঞান দুই প্রকারঃ (ক) যে জ্ঞান ওহী-ইলহাম দ্বারা অনুগ্রহ করিয়া মানবকে প্রদান করা হইয়াছে, (খ) যে জ্ঞান মানুষ নিজ প্রচেষ্টা এবং পরিশ্রমের দ্বারা অর্জন করে।