‘আল্ জিবাল’ (অর্থ-পর্বতগুলি) শব্দ দ্বারা এখানে পাশ্চাত্যের শক্তিধর খৃষ্টান জাতিগুলিকে ইশারা করিতেছে। এই আয়াতের ভবিষ্যদ্বাণী তাহাদের সম্পূর্ণ ধ্বংস সম্পর্কে প্রযোজ্য। পাশ্চাত্যের পতন পূর্বাহ্নেই আরম্ভ হইয়াছে। বিগত দুই বিশ্বযুদ্ধ ইহাকে ভীষণভাবে দুর্বল করিয়া ফেলিয়াছে (স্পেংলার-এর “দি ডিক্লাইন অব দি ওয়েষ্ট”এবং টয়েনবির “এ ষ্টাডি অব হিষ্টরী”)। আরও দ্রষ্টব্য ১৬৬৬ টীকা।