১৮৫০-ক

‘তারীকাতুল কাওম’ অর্থাৎ জাতির উত্তম এবং ন্যায়পরায়ণ ব্যক্তিবর্গ (আকরাব)। ‘ইয়াওম’-এর তাৎপর্য এখানে এক হাজার বৎসর, যেমন ২২ঃ৪৮ আয়াতে উল্লেখিত এবং পূর্ববর্তী আয়াতের দশ দিনের বরাবর, অর্থাৎ দশ শতাব্দী বা এক হাজার বৎসর। ‘ইয়াওম’ দ্বারা ক্ষেত্র বিশেষে যামানা এবং সময়ও বুঝায়। সেক্ষেত্রে ‘ইয়াওম’ শব্দ দ্বারা এই অর্থ বুঝাইবে যে, কাফেরগণ যখন ঐশী আযাবে নিপতিত হইবে, তখন বলিবে যে, তাহাদের উন্নতি এবং অগ্রগতির সময় মাত্র একদিন ছিল অর্থাৎ স্বল্পকাল স্থায়ী ছিল।