১৮৪৫

কুরআন এখানে বাইবেলকে অস্বীকার করিয়াছে এবং ইসরাঈলীদিগের উপাসনার জন্য ধাতু-গলিত গো-বৎস তৈয়ার করিয়া দেওয়ার অভিযোগ হইতে হযরত হারূন (আঃ)-কে নির্দোষ প্রতিপন্ন করিয়াছে (যাত্রাপুস্তক-৩২ঃ৪)। ইহাতে বলা হইয়াছে যে, হযরত হারূন (আঃ) তাহাদের জন্য গো-বৎস তৈয়ার করান নাই। কেবল তাহাই নহে, উপরন্তু তিনি তাহাদিগকে উহার উপাসনা করিতে নিষেধ করিয়াছিলেন যাহা সামিরী তাহাদের জন্য প্রস্তুত করাইয়াছিল। এই অভিযোগ খৃষ্টান লেখকগণ নিজেরাই ভিত্তিহীন বলিয়া উড়াইয়া দিয়াছে (এনসাইক ব্রিট, দি গোল্ডেন কাফ’ অধ্যায়)।