এই আয়াতে করীমের মধ্যে কুরআন শরীফ বলে যে, মিশরীয়গণ স্বেচ্ছায় মনি-মুক্তা-খচিত স্বর্ণ-রৌপ্য ইসরাঈলীদিগকে প্রদান করিয়াছিল, অথচ বাইবেল বলে যে, তাহারা মিশরবাসীদিগের গহণা-পত্র সম্পূর্ণ লুণ্ঠন করিয়াছিল (যাত্রা পুস্তক-১২ঃ৩৬)। কিন্তু সাধারণতঃ অন্যান্য ঘটনার মত এই বিষয়েও বাইবেল স্ববিরোধিতা করিয়াছে। অন্য এক স্থানে (যাত্রা পুস্তক-১২ঃ৩৩) ইহা বলা হইয়াছে যে, মিশরবাসীরা নিজেরাই ইসরাঈলীদিগকে গহণাপত্র দিয়া নাছোড় বান্দার মত অনুরোধ করিয়াছিল যে, অনতিবিলম্বে তাহাদিগের মিশর ত্যাগ করা উচিৎ। যুক্তি এবং সাধারণ জ্ঞান কুরআনের বর্ণনাকেই সমর্থন করে।