আশ্চর্যজনক পরিবর্তন লক্ষ্য করুন, কিভাবে মানুষের মধ্যে ঈমান ক্রিয়াশীল হইয়া উঠে। কিছুক্ষণ পূর্বেই পার্থিব লোভে যে সব যাদুকরেরা ফেরাউনের নিকট অর্থ, সম্মান বা মর্যাদার পুরস্কার প্রার্থনা করিয়াছিল (৭ঃ১১৪), তাহারাই এখন ফেরাউন কর্তৃক প্রদর্শিত হুমকি এবং ভয়ানক মৃত্যুর প্রতিও দ্রুক্ষেপ করিল না, যখন তাহারা সত্য বুঝিতে পারিল এবং সত্য গ্রহণ করিল।