যাদুকরদিগের দড়ি এবং যষ্টিগুলিতে মূসা (আঃ) ভীত ছিলেন না। আল্লাহ্র নবীগণ পর্বত প্রমাণ নিশ্চয়তার উপর দণ্ডায়মান থাকেন এবং কোন কিছুতেই ভীত হন না। হযরত মূসা (আঃ) কেবল ভয় করিতেছিলেন, পাছে লোকেরা যাদুকরদের কিম্ভুতকিমাকার ভেল্কিবাজী দর্শনে বিভ্রান্ত না হইয়া পড়ে।