১৮৩১

এই আয়াত ওহী-ইলহাম প্রাপ্তির দাবীকারকের সত্যতা নিরূপণ করিবার জন্য এক অভ্রান্ত নীতি স্থাপন করিয়াছে। আল্লাহ্‌তা’লার বিরুদ্ধে মিথ্যা আরোপকারীকে আপাতদৃষ্টিতে সাময়িক উন্নতি ও অগ্রগতি করিতে দেখা গেলেও পরিণামে বিনষ্ট হয় এবং দুঃখজনক ও অসম্মানজনক সমাপ্তি ঘটে। এই সত্য সকল ধর্মের ইতিহাসের পৃষ্ঠায় বহুল পরিমাণে স্পষ্টাক্ষরে লিখিত রহিয়াছে।