১৮২৮

এই আয়াতে ফেরাউনের সূক্ষ্ণ প্রতারণাপূর্ণ পরিকল্পনার প্রতি ইঙ্গিত প্রতিভাত হইয়াছে। সে তাহার জাতিকে বলিয়াছিল যে, এক বিদেশী (মূসা-আঃ) মিশরে প্রবাসী হইয়া তাঁহার ধূর্ত কৌশল পূর্ণ পরিচালনা দ্বারা শাসক রাজ-বংশকে মিশর হইতে বিতাড়িত করিবার প্রচেষ্টায় লিপ্ত।