১৮২৭

হযরত মূসা (আঃ) ফেরাউনের কৌশলে এড়াইয়া যাওয়ার চালাকির দাঁত ভাঙ্গা জবাব দিয়াছেন। তিনি ফেরাউনকে বলিয়াছিলেন যে, পূর্ব পুরুষদিগের ব্যাপারে তাহার মাথা ঘামান উচিৎ নয়। আল্লাহ্‌তা’লা তাহাদের সম্বন্ধে সম্যক জ্ঞাত আছেন এবং তাহাদের সম্পর্কে প্রত্যেক খুঁটিনাটি তাঁহার জ্ঞানে সুরক্ষিত এবং বিচার দিবসে তাহাদের অবস্থা ও পরিস্থিতি ভেদে কর্মানুযায়ী সকলকে প্রতিদান ও প্রতিফল দান করিবেন।