মিদিয়ানের অধিবাসীদের মধ্যে মূসা (আঃ)-এর সাময়িক আবাস ছিল আল্লাহ্তা’লার আরও একটি ঐশী পরিকল্পনার বাস্তবায়ন। সিনাই উপত্যকার ভূমিতে এবং বনে-জংগলে ইসরাঈলীদের সঙ্গে জীবনযাপন করা যেহেতু তাঁহার জন্য আবশ্যক ছিল, সেই জন্য মিদিয়ানে কয়েকটি বৎসর কষ্টকর জীবন ধারণে অভ্যস্ত হওয়ার জন্য হযরত মূসা (আঃ)-কে বাধ্য করা হইয়াছিল।