১৮২২

‘আইনুন’ অর্থঃ চক্ষু, বাড়ীর বাসিন্দা, আশ্রয় বা নিরাপত্তা, দৃষ্টি, স্বর্ণ, সূর্য, ঝর্ণা (মুফরাদাত, লেইন)। যেহেতু হযরত মূসা (আঃ)-এর উপর এক শক্তিশালী নিষ্ঠুর রাজার অধীনে দীর্ঘকালের দাসত্ব বন্ধন হইতে এক জাতিকে উদ্ধার করার জন্য এক মহান এবং কঠিন দায়িত্ব অর্পণের উদ্দেশ্য ছিল, সেই জন্য ইহা খুবই প্রয়োজন ছিল যে, তিনি (মূসা) এই গুরুত্বপূর্ণ মিশনের উদ্দেশ্যে রাজকীয় শিক্ষকের অধীনে লালিত ও আবশ্যকীয় প্রশিক্ষণপ্রাপ্ত হউন। অতএব এই ঐশী পরিকল্পনা বাস্তবায়িত হইয়াছিল ফেরাউনের রাজ প্রাসাদে শিশু মূসা (আঃ)-এর প্রবেশ লাভের মাধ্যমে।