১৮২০

হযরত মূসা (আঃ)-এর উপর যে দায়িত্ব অর্পণ করা হইয়াছিল, তিনি নিজেকে উহার যথাযোগ্য মনে করিতেছিলেন না। তিনি একজন সাহায্যকারীর জন্য প্রার্থনা করিয়াছিলেন। হযরত মুহাম্মদ (সাঃ)-এর উপর অসাধারণ এবং অধিকতর কষ্টসাধ্য দায়িত্বভার অর্পণ করা হইয়াছিল, কিন্তু কোন সাহায্যকারী পাওয়ার আবেদন তিনি কখনও করেন নাই। তিনি একা, কোন সহায়তাকারীর সাহায্য ছাড়াই চরম নৈতিক অধঃপতনে নিমজ্জিত একটি জাতিকে আধ্যাত্মিকতার গৌরবময় সর্বোচ্চ শিখরে উন্নীত করার গুরু দায়িত্ব সুচারুরূপে এবং পূর্ণ সফলতার সহিত পালন করিয়াছিলেন।