১৮২

পূর্ববর্তী আয়াতের প্রেক্ষিতে, পরবর্তী আয়াত হিসাবে ইহা খুবই যুক্তিযুক্ত। মুসলমানদের প্রস্তুত থাকা উচিত, ইসলামের মঙ্গলার্থে কেবল নিজেদের জান-মাল কুরবানী করাই নয় বরং সকল দুঃখ-দুর্দশা, জ্বালা-যন্ত্রণা, ও বিপদ-আপদ যাহাই পরীক্ষাস্বরূপ তাহাদের উপর আপতিত হউক না কেন, তাহা হৃষ্ট চিত্তে বরণ করা।