হযরত মূসা (আঃ)-কে প্রদত্ত গুরুত্বপূর্ণ ঐশী নিশানসমূহের মধ্যে যষ্টির নিদর্শন অন্যতম। নবুওয়াতের দায়িত্বভার প্রাপ্তির সাথে মূসা (আঃ)-এর যষ্টির নিদর্শন প্রকাশিত হইয়াছিল (২০ঃ১৯)। তিনি যখন ফেরাউনের নিকট তাঁহার মিশন প্রচার করিতে গিয়াছিলেন তখন ইহা যষ্টির অলৌকিক ঘটনাই ছিল যাহা ফেরাউন এবং যাদুকরদিগকে দেখান হইয়াছিল (২০ঃ৭০-৭৪)। ইহুদীরা যখন পানি চাহিয়াছিল তখন মূসা (আঃ) তাঁহার যষ্টি দ্বারা পাথরে আঘাত করিতে আদিষ্ট হইয়াছিলেন (২ঃ৬১) এবং তাঁহাকে যখন সাগর অতিক্রম করিতে হইয়াছিল, তখন আল্লাহ্তা’লা তাহাকে যষ্টি দ্বারা উহাতে আঘাত করিবার জন্য আদেশ করিয়াছিলেন (২৬ঃ৬৪)।