‘ইয়াদ’-এর এক অর্থ দল বা জাতি গ্রহণ করিলে আয়াতের উক্তি মূসা (আঃ)-এর জন্য আদেশ বহন করে যে, তাঁহার জাতির লোকদিগকে লালন-পালনকারীর মত তাঁহার নিয়ন্ত্রণে রাখা উচিৎ। এরূপ করিলে তাহারা অত্যন্ত ধার্মিক লোক হইবে, আধ্যাত্মিক আলো বিকিরণ করিবে এবং সকল নৈতিক খারাবী হইতে মুক্ত হইবে। ‘ইয়াদ বায়্যা’ এর অর্থ স্পষ্ট এবং অকাট্য দলীল-প্রমাণও হইতে পারে। হযরত মূসা (আঃ) তাঁহার স্বপক্ষে প্রমাণ ও শক্তিশালী যুক্তির দলীল দ্বারা ভূষিত হইয়াছিলেন। আরও দেখুন ৭ঃ১০৯ এবং ২৬ঃ৩৪।