লাঠিটি সর্পে পরিণত হয় নাই, কিন্তু সর্পের মত দেখাইতেছিল। সুতরাং ইহা প্রাকৃতিক নিয়মের বিপরীত ছিল না। হযরত মূসা (আঃ)-এর সমর্থনে এক শক্তিশালী প্রমাণ প্রদর্শন ছাড়াও এই অলৌকিক নিদর্শনের উদ্দেশ্য ছিল মূসা (আঃ)-কে আশ্বস্ত করা ও সান্ত্বনা দেওয়া যে, তাঁহার জাতি প্রতিমা উপাসনায় এবং অন্যান্য অসৎ অভ্যাসের মধ্যে চিরকালের জন্য আবদ্ধ হইয়া থাকিবে না। কিন্তু যখন তাহারা তাঁহার নিয়ন্ত্রণাধীনে চলিয়া আসিবে, যখন তাহারা তাঁহার সাধু ও খোদা-ভীরু সঙ্গীরূপে পরিণত হইবে। ‘আসা’ সম্প্রদায় বা জাতি অর্থে ব্যবহৃত হয় (লেইন)। ১০২৩ টীকাও দ্রষ্টব্য।