উপরে যেমন বর্ণিত হইয়াছে—হযরত মূসা (আঃ) যাহা দেখিয়াছিলেন উহা এক কাশ্ফ ছিল এবং কাশ্ফ বা স্বপ্নের ভাষায় জুতা পার্থিব সম্বন্ধ যথা স্ত্রী, সন্তান, বন্ধু-বান্ধব ইত্যাদি বুঝায় ‘তোমার জুতা জোড়া’-এর মর্ম বুঝায়—তোমার পরিবারের সঙ্গে এবং তোমার সম্প্রদায়ের সঙ্গে তোমার সম্পর্ক। এইরূপে আল্লাহ্তা’লার সহিত নিবিড় মিলনের সময় মূসা (আঃ) তাঁহার মন হইতে স্ত্রী, সন্তান এবং অন্যান্য পার্থিব চিন্তা-ভাবনা দূরে রাখিবার জন্য আদিষ্ট হইয়াছিলেন। আক্ষরিকভাবে আয়াতের অর্থ হইবে, যেহেতু হযরত মূসা (আঃ) এক পবিত্র স্থানে ছিলেন, সেই কারণে তাঁহার জুতা জোড়া খুলিয়া ফেলার আদেশ দেওয়া হইয়াছিল।