তফসীরাধীন আয়াত উপরোক্ত তিন আয়াতে উল্লেখিত কুরআনের বিস্ময়কর ঐশী-বাণীর কেন্দ্রীভূত বিশুদ্ধ সারাংশ বহন করে। ইহা সেই খোদার অস্তিত্ব। তিনি এক এবং অদ্বিতীয়। তিনি সকল পুর্ণাঙ্গ গুণের অধিকারী এবং কল্পনাসাধ্য সর্বপ্রকার ক্রুটি ও অপূর্ণতা হইতে মুক্ত। সেই জন্যই একমাত্র তিনিই আমাদের ভক্তি-শ্রদ্ধা ও ইবাদতের অধিকারী বা উহা কেবল তাঁহারই প্রাপ্য।