‘সির্রুন’ (গোপন চিন্তা) দ্বারা মানুষের মনে লুক্কায়িত গোপন চিন্তা বুঝায় যাহা কেবলমাত্র সে একাই জানে এবং ‘আখফা’ (অধিকতর লুক্কায়িত বা গোপন) শব্দ মানুষের সকল আদর্শ চিন্তা এবং উচ্চাকাঙ্খা বুঝায় যাহা ভবিষ্যতের গর্ভে লুক্কায়িত থাকে এবং কখনও তাহার মনে উদয় হয় নাই।