১৮০৯

সংক্ষেপে ‘আল আরশ’ দ্বারা আল্লাহ্‌তা’লার অলৌকিক গুণকে বুঝায়, অর্থাৎ এই সকল গুণাবলী যাহা পরিভাষাগত ভাবে ‘সিফাতে তান্‌যিহীয়াহ্‌’ নামে পরিচিত। এইগুলি চিরস্থায়ী, অতুলনীয় এবং আল্লাহ্‌তা’লার অনন্য গুণ, যাহা তাঁহার ঐসকল গুণাবলীর মাধ্যমে প্রদর্শিত হইয়া থাকে যেগুলি ‘সিফ্‌তে তাশবিহীয়াহ্’ নামে অভিহিত, অর্থাৎ এই সব গুণাবলী মানুষের মধ্যেও কম বেশী পরিদৃষ্ট হয়। প্রথমোক্ত সিফ্‌ত অর্থাৎ আল্লাহ্‌তা’লার অবশ্য অলৌকিক গুণসমূহ ‘আল্ আরশ’ বা খোদার আসন রূপে অভিহিত এবং শেষোক্ত গুণাবলী হইল তাঁহার আরশ বহণকারী। টীকা ৯৮৬ ও ১২৩৩ দ্রষ্টব্য।