আয়াতটি নবী করীম (সাঃ)-এর জন্য এবং মুসলমানদিগের জন্য সান্ত্বনা ও আশার বাণী বহন করে। পবিত্র গ্রন্থ কুরআনের নির্ভুল এবং পূর্ণাঙ্গ শিক্ষার সহিত ইহা বেমানান যে,ইহার প্রবর্তক তাহার প্রেরণের উদ্দেশ্যে ব্যর্থ হইতে পারেন। অর্থাৎ নবী করীম (সাঃ)-এর প্রচার-কার্য অবশ্যই বিজয় লাভ করিবে। এই আয়াত ক্রুশীয় এই মতবাদেরও খণ্ডন করিয়াছে যে, বিধান বা শরীয়াত এক অভিশাপ। কুরআনে এমন কিছুই নাই যাহা মানব-প্রকৃতির প্রতিকূল এবং যাহার অনুশীলন মানুষকে দুঃখ-দুর্দশায় পতিত করে।