এই উক্তির অর্থ হইতে পারেঃ (ক) মিথ্যা প্রতীকগুলি অস্বীকার করিবে যে, মূর্তি উপাসকরা কখনও তাহাদের ইবাদত করে নাই (খ) প্রতিমা পূজারীগণ অস্বীকার করিবে যে, তাহারা কখনও মূর্তিগুলির উপাসনা করিত না। ‘ক’ অর্থের জন্য দেখুন২ঃ১৬৭, ১০ঃ২৯, ১৬ঃ৮৭, ২৮ঃ৬৮ এবং ‘খ’ অর্থের জন্য দেখুন ৬ঃ২৪, ৩০ঃ১৪ আয়াতসমূহ।