১৭৯৭

‘কাল্লা’ (এইরূপ কখনও হইবে না) বাক্যাংশের অর্থ ইহাও হইতে পারে যেমনঃ প্রত্যাখ্যান, তিরস্কার, অসত্য বলার কারণে কোন ব্যক্তিকে মৃদু ভর্ৎসনা করা। ইহার মর্ম এইরূপও হয় যে, পূর্বে যাহা বলা হইয়াছে উহা ভুল এবং পবরতীটি সঠিক (লেইন)। ‘ইয়াকূলু’ (অর্থ সে যাহা বলিতেছে) শব্দ অবিশ্বাসীদিগের প্রশ্রয় পাওয়া অহঙ্কারপূর্ণ কথাবার্তার প্রতি ইংগিত করে যাহা তাহাদের ধন-সম্পদ,শক্তি, প্রতাপ এবং সন্তান-সন্ততির কারণে করা হয়।