১৭৯৩

এই শব্দগুলির মর্মার্থ হইতে পারেঃ (ক) যাহারা বাহিরে না থাকিয়া আগুনের মধ্যেই দগ্ধ হওয়ার জন্য অধিক উপযুক্ত; (খ) যাহারা অন্যান্যদিগের অপেক্ষা অগ্নিদগ্ধ হইবার জন্য বেশী উপযোগী; (গ) যাহারা অন্য কোন উপায় ছাড়া অগ্নি-কুণ্ডে নিক্ষিপ্ত হইয়া বেশী শাস্তি পাওয়ার যোগ্য।