১৭৯০

‘জাহান্নাম’ শব্দ হিব্রু ভাষাতে ‘জেহেন্না’ রূপে ব্যবহৃত। আদিতে আরমীয় ভাষায় উহা ‘হিন্নোম’ রূপে ব্যবহৃত হইত। পরবর্তীকালে উহা ‘জি-হিন্নোমে’ পরিবর্তিত রূপ নেয় (এনসাইক বিব) যাহার অর্থ ‘মৃত্যু বা ধ্বংসের উপত্যকা’। এই শব্দ ‘জাহান্না’ (অর্থঃসে নিকটে গেল) এবং ‘জাহুমা’ (অর্থঃ তাহার চেহারা কুঞ্চিত হইল), দুই শব্দের সংযুক্ত শব্দও হইতে পারে। অতএব ‘জাহান্নাম’ কোন বস্তু বা স্থানও বুঝাইতে পারে, যাহা কোন ব্যক্তি প্রথমে পসন্দ করে, কিন্তু যখন সে উহার নিকটবর্তী হয়, তখন ইহা অপসন্দ করে এবং ভ্রুকুঞ্চিত করিয়া উহার প্রতি বিরূপভাব প্রকাশ করে। এইরূপে ‘জাহান্নাম’ শব্দের গঠন-শৈলীই দোযখের প্রকৃতি এবং বৈশিষ্ট্য বিশদ ভাবে বর্ণনা করিয়া দিয়াছে।