১৭৯

‘সব্‌র’ অর্থ (১) কোন কিছুতে লাগিয়া থাকা (২) সাহসের সহিত, বিনা অভিযোগে ও বিনা বিরক্তিতে দুঃখ-যন্ত্রণা সহ্য করা (৩) শরীয়াত বা আল্লাহ্‌র বিধান ও বিবেকের আহ্বানকে দৃঢ়ভাবে আঁকড়াইয়া থাকা (৪) আল্লাহ্‌র বিধান ও বিবেকের ডাক যাহা নিষেধ করে, তাহা হইতে বিরত থাকা (মুফরাদাত)।