প্রকৃতপক্ষে নামাযের প্রতি অবহেলা ও অমনোযোগ মানুষকে ঐশী গুণাবলী সম্পর্কে অজ্ঞতার তিমিরে ঠেলিয়া দেয় এবং সৃষ্টিকর্তার সঙ্গে সম্বন্ধ স্থাপনের আকাঙ্খাকে মারিয়া ফেলে, যাহার ফলশ্রুতিতে তাহাকে শয়তানের কবলে নিক্ষেপ করা হয়। যখন ঐশী অনুগ্রহের সাহায্য পাওয়ার জন্য মিনতি এবং আল্লাহ্তা’লার নিকট প্রার্থনায় অবহেলা, শৈথিল্যও বিফলতা আনে, তখন অসৎ বাসনা-কামনার অনুসরণ করার ফলে সত্য ও জ্ঞানের প্রতি অনীহা সৃষ্টি হয়, অশ্লীল ও অলস অভীষ্ট লাভের চেষ্টা প্রশ্রয় পাইতে থাকে এবং এই সমস্ত জিনিস একত্রে যুক্ত হইয়া এক ব্যক্তির নৈতিক এবং আধ্যাত্মিক অবস্থাকে সমূলে ধ্বংস করিয়া ফেলে।