১৭৮৪

কুরআন করীমের কোন কোন তফসীরকারক মনে করেন যে, ‘আদম-সন্তানদের মধ্য হইতে’ উক্তিটি হযরত ইদ্রীস (আঃ)-কে বুঝায়, এবং ‘তাহারা ঐ সকল লোকের (বংশধরগণের) মধ্যে হইতে যাহাদিগকে আমরা নূহের সঙ্গে (নৌকায়) আরোহণ করাইয়াছিলাম’ উক্তির বাক্যাংশ হযরত ইব্‌রাহীম (আঃ)-এর প্রতি ইশারা করে। এই শব্দগুলি যথা ইব্‌রাহীম ও ইসরাঈলের বংশধরগণের মধ্য হইতে ‘ইব্‌রাহীমের বংশধর দ্বারা ইসমাঈল, ইসহাক এবং ইয়াকুব (আঃ)-কে ইংগিত করে এবং ইসরাঈল শব্দের পূর্বে বংশধর হইতে কথাগুলি উহ্য রহিয়াছে এবং ইহা হযরত মূসা, হারূন, যাকারিয়া, ইয়াহহিয়া এবং ঈসা (আঃ)-কে বুঝাইয়াছে, যাহাদের সকলের সম্বন্ধে বর্তমান সূরার মধ্যে পূর্ববর্তী আয়াত সমূহে উল্লেখিত হইয়াছে।