১৭৮৩

কুরআন শরীফের অধিকাংশ তফসীরকারক অভিন্ন মত পোষণ করেন যে, হযরত ইদ্রীস (আঃ) বাইবেলে উল্লেখিত ‘ইনোক’ ব্যতীত অন্য কেহ নহেন। হনুক (ইনোক) এবং ইদ্রীস শব্দদ্বয় অর্থে ও মর্মে পরস্পর খুবই সাদৃশ্যপূর্ণ। যেমন ইদ্রীস শব্দের অর্থ যে ব্যক্তি বেশী পাঠ করে বা বেশী উপদেশ দান করে, আর ‘হনুক’ শব্দের অর্থ উপদেশ বা একান্ত নিয়োজিত বা উৎসর্জন (এনসাইক বিব) অধিকন্তু ইনোক সম্পর্কে বাইবেল এবং ইহুদী ধর্মীয় গ্রন্থাবলীতে যেরূপে বর্ণিত রহিয়াছে, উহা হযরত ইদ্রীস (আঃ) সম্বন্ধে কুরআন করীমের বর্ণনার সহিত অত্যন্ত সাদৃশ্যপূর্ণ। আরো দেখুন ‘দি লারজার এডিশন অব দি কমেন্টারী’ ১৫৯৭-৯৮ পৃষ্ঠা।