মানুষ কর্তৃক আল্লাহ্কে স্মরণ করার অর্থ আল্লাহ্তা’লাকে ভক্তি ও ভালবাসা ও কৃতজ্ঞতার সহিত স্মরণ করা, তাঁহার নির্দেশাবলী পালন করা, তাঁহার গুণাবলীকে মনের মাঝে গাঁথিয়া রাখা, তাহার মাহাত্ম্য কীর্তন করা এবং তাঁহার কাছে প্রার্থনা করা। অপর দিকে, আল্লাহ্তা’লা কর্তৃক মানুষকে স্মরণ করার অর্থ হইল মানুষকে তাঁহার নৈকট্য দান করা, তাহার উপর আশিস বর্ষণ করা এবং তাহার মঙ্গলময় জীবন যাপনের ব্যবস্থা করা।