আরবী ভাষায় ‘কুন’ কোন বস্তুকে উপলক্ষ্য করিয়া বলা ছাড়াও গভীর ইচ্ছা প্রকাশনার্থেও ব্যবহৃত হইয়া থাকে। এক অভিযানে রসূল করীম (সাঃ)-এর খুবই অনুগত এবং অত্যন্ত সাহসী সাহাবী হযরত খায়সামাহ্ (রাঃ) অনুপস্থিত ছিলেন। আঁ-হযরত (সাঃ) তাঁহার অনুপস্থিতি গভীরভাবে উপলদ্ধি করিতেছিলেন। যুদ্ধের মধ্যে ব্যাপৃত থাকা অবস্থায় তিনি অনেক দূরে দেখিতে পাইলেন যে, একজন অশ্বারোহী ব্যক্তি তাঁহার দিকে অত্যন্ত দ্রুতগতিতে আসিতেছে। আঁ-হযরত (সাঃ) চিৎকার করিয়া বলিয়া উঠিলেন, ‘কুন্ আবা খায়সামাহ’ অর্থাৎ ‘খোদা করুন তুমি আবু খায়সামাহ্ হও’। অতএব ‘কুন্’ শব্দের মর্ম হইবে যে, আল্লাহ্তা’লা যখন চাহেন কোন জিনিস হউক, উহা হইয়া যায়, অথবা আল্লাহ্ যখন এইরূপ ইচ্ছা প্রকাশ করেন, ইহা সেইরূপ ধারণ করে। শব্দটি এই মতের সমর্থন করে না যে, আত্মা এবং বস্তু আদিযুগীয় বা আল্লাহ্তা’লার সহিত সমভাবে চিরস্থায়ী।