এই আয়াতে রসূলে করীম (সাঃ)-এর কার্যাবলীকে প্রায় ঐ ভাষায় বর্ণনা করা হইয়াছে, যে ভাষায় ইব্রাহীম (আঃ) মক্কাবাসীদের মধ্যে নবী-প্রেরণের প্রার্থনা করিবার সময় তাঁহার কার্যাবলীর উল্লেখ করিয়াছিলেন (২ঃ১৩০)। ইহা দ্বারা বুঝা যায় মহানবী (সাঃ)-এর মধ্যে ইব্রাহীম (আঃ)-এর প্রার্থনা রূপায়িত ও বাস্তবায়িত হইয়াছে।