এই আয়াত বুঝিতে কোন অসুবিধা হয় না। ইহুদী প্রধানদিগের বিদ্রুপ শুনিয়া মরিয়ম তাহাদের মনোযোগ ঈসা (আঃ)-এর দিকে নিবদ্ধ করিতে চাহিয়াছেন। তাহারা ঈসা (আঃ)-এর সঙ্গে কথা বলিতে ঘৃণা বোধ করিল ও তাচ্ছিলপূর্ণভাবে বলিয়া উঠিল ‘সে যে এক দোলনার শিশু’ অর্থাৎ যে বালক তাহাদের চোখের সম্মুখে জন্ম ও প্রতিপালিত হইয়াছে তাহার সঙ্গে কি কথা বলিবে? বয়সে অনেক ছোট কাহারও নিকট হইতে জ্ঞান অর্জনের জন্য আমন্ত্রিত হওয়ার মধ্যে বয়োবৃদ্ধ ব্যক্তিরা অভ্যস্ত নহে। কথাগুলি দ্বারা ঈসা (আঃ)-এর প্রতি ঘৃণাব্যঞ্জক এবং অবজ্ঞাপূর্ণ ভাব প্রকাশের অবস্থাকে উপস্থাপন করা হইয়াছে। আরো দেখুন ৩ঃ৪৭ আয়াত।