১৭৫৮

‘তাহ্‌ত’ শব্দের অর্থ পাহাড়ের ঢালু স্থান এবং উতরাইও বুঝায় (লেইন)। এই আয়াতের মর্ম এরূপ হয় যে, পাহাড়ের ঢালুদিক হইতে মরিয়মের নিকট আওয়াজ আসিয়াছিল। প্রকৃতপক্ষে বৈথলেহেম শহর সমূদ্রতল হইতে ২৩৫০ ফুট উচ্চে পর্বতের উপর অবস্থিত এবং খুবই উর্বর উপত্যকা দ্বারা পরিবেষ্টিত। এই পাহাড়ে ঝর্ণাসমূহ রহিয়াছে, উহাদের মধ্যে একটি ‘সুলায়মানের ঝর্ণা’ নামে পরিচিত। অন্য একটি ঝর্ণা শহরের দক্ষিণ পূর্বদিকে ৮০০ গজ দূরে অবস্থিত। এই সকল ঝর্ণা হইতেই বৈথলেহেম শহরে পানি সরবরাহ হইয়া থাকে।