‘এবং (ইহা এই জন্য করিব) যেন আমরা তাহাকে আমাদের তরফ হইতে মানুষের জন্য এক নিদর্শন এবং রহমতের কারণ করি’—এই আয়াতে ঈসা (আঃ)-এর পিতাবিহীন জন্ম হওয়ার ভবিষ্যদ্বাণী নিহিত রহিয়াছে যাহা ইসরাঈলীদিগের জন্য অবশ্যই এক বিরাট নিদর্শন ছিল। ইহা অঙ্গুলী নির্দেশ করিয়াছিল যে, ইসরাঈলী ঘর হইতে ইসমাঈলী বংশে নবুওয়াত স্থানান্তরিত হওয়া আসন্ন এবং ইহুদীদিগের জন্য এই সর্তক সংকেত স্থাপন করিয়াছিল যে, তাহারা আত্মিকভাবে এতই কলুষিত এবং নৈতিকতায় এতই অধঃপতিত হইয়া গিয়াছিল যে, তাহাদের কোন পুরুষ আল্লাহ্তা’লার নবীর পিতা হওয়ার জন্য যোগ্য ছিল না। ইহা এই অর্থেই যে, কুরআনে হযরত ঈসা (আঃ)-কে ‘নির্ধারিত সময়ের জন্য একটা নিদর্শন’ বলা হইয়াছে (৪৩ঃ৬২) অর্থাৎ সেই সময়ের নিদর্শন যখন নবুওয়াত ইসরাঈলী বংশ হইতে ইসমাঈলী বংশে বদলী হইয়া যাওয়ার সময় ছিল।