১৭৫০

যেমন পূর্ববর্তী আয়াত হইতে ইহা স্পষ্টই প্রতীয়মান হয় যে, মরিয়ম যাহা দেখিয়াছিলেন উহা কাশ্‌ফ ছাড়া অন্য কিছু ছিল না, এবং সাধারণতঃ এরূপ ঘটিয়া থাকে যে, কাশ্‌ফে যখন কেহ কিছু দেখে যদি জাগ্রত অবস্থায় সে উহা দেখিতে পসন্দ না করে তাহা হইলে কাশ্‌ফে দেখিলেও সে উহা পসন্দ করে না। যখন হযরত মরিয়ম ফিরিশ্‌তাকে মানুষের আকৃতিতে তাঁহার সম্মুখে দাঁড়াইয়া থাকিতে দেখিলেন, সতীত্ব সম্পন্না যুবতী নারী ছিলেন বিধায় স্বভাবতঃই তিনি ভীত ও বিব্রত হইয়াছিলেন। জাগ্রত অবস্থায় সে ব্যক্তিকে তাঁহার নিকটবর্তী দেখিলে যেরূপ ভীত ও বিব্রত হইতেন এবং এই কারণেই ইহা খুবই স্বাভাবিক যে, তিনি সেই ব্যক্তি হইতে আল্লাহ্‌তা’লার আশ্রয় চাহিয়া ছিলেন।