১৭৩৯

ঈসা (আঃ)-এর সম্বন্ধে আলোচনার পূর্বে হযরত যাকারিয়া (আঃ) সম্পর্কে আলোচনা স্থান পাইয়াছে, কারণ যাকারিয়া (আঃ)-এর পুত্র ইয়াহ্ইয়া (আঃ) (অবগাহক যোহন) হযরত ঈসা (আঃ)-এর বার্তাবাহী অগ্রদূত ছিলেন। তিনি ইহুদী জাতিকে সুসংবাদ দেওয়ার জন্য হযরত ঈসা (আঃ)-এর আবির্ভাবের বার্তা ঘোষণা করিয়াছিলেন যে, তাহাদের উদ্ধারকারীর আগমন আসন্ন প্রায় (মালাকি -৪ঃ৫)। যেমন মালাকী নবীর ভবিষ্যদ্বাণী অনুযায়ী ঈসা (আঃ)-এর পূর্বে ইলিয়াস নবীর আগমনের কথা রহিয়াছে। কুরআন করীমে হযরত ঈসা (আঃ)-এর বর্ণনা দিতে গিয়া ইলিয়াসরূপে আগমনকারী হযরত ইয়াহ্‌ইয়ার (যোহন) উল্লেখ বিষয় বস্তুর জন্য খুবই সমীচীন ও যথার্থ।