১৭৩৭

বর্ণিত হইয়াছে যে, রসূলে করীম (সাঃ) ফরমাইয়াছেন যে, এই সূরার প্রথম এবং শেষ দশ আয়াত পাঠ করিলে দাজ্জালের প্রচণ্ড আধ্যাত্মিক আক্রমণ হইতে রক্ষা পাওয়া যাইবে। ইহাও প্রতীয়মান হয় যে, দাজ্জাল, ইয়া’জুজ ও মা’জুজ এক এবং অভিন্ন সম্প্রদায়— পাশ্চাত্যের বর্তমান খৃষ্টান জাতিসমূহ। দাজ্জাল নির্দেশ করে ইসলামের বিরুদ্ধে তাহাদের ব্যাপক অনিষ্টকর ধর্মীয় প্রচারণাকে এবং ইয়া’জুজ ও মা’জুজ নির্দেশ করে ইহাদের পার্থিব বা বাস্তব জগতের এবং রাজনৈতিক ক্ষমতা ও প্রাধান্যকে।