১৭৩৪

ইয়া’জুজ-মা’জুজের প্রতাপশালী হওয়ার যুগে পৃথিবীর সকল জাতি একত্রিত হইবে এবং সমস্ত বিশ্ব এক দেশের ন্যায় হইবে এবং বাইবেল অনুযায়ী জাতি জাতির বিরুদ্ধে লড়িবে, রাজ্য রাজ্যের বিরুদ্ধে এবং ঈর্ষা, ঘৃণা ও অন্যায় আচরণ বা অন্যায় বিচারের প্রাচুর্য হইবে। ইহা বর্তমান যুগকেই ইশারা করিতেছে। বিগত দুই বিশ্ব-যুদ্ধে পৃথিবীতে জাহান্নাম সৃষ্টি করা হইয়াছিল এবং তৃতীয় বিশ্ব-যুদ্ধের ধ্বংসলীলার কথা ভাবিয়া মানব চিন্তায় আতঙ্কিত হইয়া পড়িয়াছে। যিহিষ্কেলের মতে (৩৮ ও ৩৯) সোভিয়েত ইউনিয়ন হইল ইয়া’জুজ (গগ) এবং পাশ্চাত্য জাতিগুলি হইল মা’জুজ (ম্যাগগ)। এখন পর্যন্ত তাহারা জাতিসমূহের সর্বশেষ রণক্ষেত্রের জন্য প্রস্তুতি গ্রহণ করিতেছে।