১৭৩২

এই প্রাচীর নির্মাণ যখন শেষ হইল, তখন উত্তর দিক হইতে ইয়া’জুজ-মা’জুজ (গগ এণ্ড ম্যাগগ)-এর আক্রমণ বন্ধ হইয়া গেল। উক্ত প্রাচীর এত চওড়া ও উচ্চ ছিল যে, উহা ভাঙ্গা বা অতিক্রম করা সম্ভব ছিল না। ইহা ২৯ ফুট উচ্চ এবং ১০ ফুট প্রশস্ত ছিল (এনসাইক ব্রিট) এবং উহাতে লোহার দরজা ও প্রহরার জন্য উচ্চ কক্ষ ছিল। ইহা অত্যন্ত কার্যকরভাবে পারস্য সীমান্তে প্রতিরক্ষার কাজ করিত।