১৭২৯

সিদিয়ানরা (Seythians) বা ইয়া’জুজ – মা’জুজ কৃষ্ণ সাগরের উত্তর এবং উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যসমূহ দখল করিয়াছিল এবং এই সকল এলাকা হইতে দারবন্দ গিরিপথের মধ্য দিয়া অভিযান চালাইয়া পারস্য দেশ জয় করিয়াছিল। সাইরাস তাহাদিগকে পরাস্ত করিয়া পারশ্যবাসীকে তাহাদের কবল হইতে মুক্ত করে (হিষ্টরিয়ানস্ হিষ্টরী অব দি ওয়ার্লড)। যে গিরিপথের মধ্য দিয়া সিদিয়ানগণ (Seythians) পারস্য দেশ আক্রমণ করিয়াছিল, হিরোডোটাসের মতে ঠিক সেই স্থানে বিখ্যাত দারবন্দ (Derband) প্রাচীর দণ্ডায়মান ছিল। দারবেণ্ড বা দারবন্দ (Derband) পারস্যের এক শহর দেঘেস্থান (Deghestan) প্রদেশের অন্তর্গত ককেশিয়া (Coucasia) কাস্পিয়ান উপসাগরের পশ্চিম তীরবর্তী স্থান……. এবং দক্ষিণ দিকে রহিয়াছে সমুদ্রাভিমুখে ৫০ মাইল দীর্ঘ ককেশাস প্রাচীরের দিগন্ত, উহা আলেকজাণ্ডারের প্রাচীর নামেও খ্যাত, যাহা লৌহ দ্বার বা কাস্পিয়ান দ্বার-এর সংকীর্ণ পথ রুদ্ধ করিয়া দাঁড়াইয়া আছে। ইহা আসল অবস্থা উচ্চতায় ২৯ ফুট এবং প্রস্থে ১০ ফুট এবং ইহার লৌহ দ্বার এবং প্রহরার জন্য উচ্চকক্ষ পারস্য সীমান্ত রক্ষায় যথার্থই প্রতিবন্ধক হইয়া দাঁড়াইয়াছিল (এনসাইক, ব্রিট,’দারবেন্দ’ অধ্যায়)। ঐতিহাসিক স্বীকৃত সত্যের বিপরীতে লোক সাধারণ্যে প্রচলিত ধারণা এই যে, উক্ত প্রাচীর সম্রাট আলেকজান্ডার কর্তৃক নির্মিত হইয়াছিল। কিন্তু আলেকজাণ্ডারের সামরিক অভিযান ক্ষণিকের ঘূর্ণিবাত্যার মত ছিল, যে সময়ের মধ্যে তাহার পক্ষে এইরূপ প্রকাণ্ড প্রাচীর নির্মাণের বিরাট পরিকল্পনা করার মত সময় দেওয়া অসম্ভব ছিল। উপরন্তু অল্প বয়সে মৃত্যু হওয়ায় তাহার এত বড় বিরাট দায়িত্ব পালনের অবকাশ ছিল না। জনসাধারণের এই ধারণা সৃষ্টির কারণ কুরআন করীমের ব্যাখ্যাকারী মুসলমানগণ যাহারা যুলকারনায়েনকে আলেকজাণ্ডার বা সেকান্দার বাদশা বলিয়া ভুল করিয়াছিলেন। নিম্ন বর্ণিত ঘটনা ও প্রমাণ দ্বারা প্রতিপন্ন হয় যে, সাইরাস উহা নির্মাণ করিয়াছিলেনঃ (ক) সিদিয়ানদের ক্ষমতা খর্ব করিয়া দেওয়ার জন্য সাইরাসের পুত্রের মৃত্যুর পর, দারিয়ুস সিংহাসনে অধিষ্ঠিত হইয়া গ্রীসের মধ্য দিয়া ইউরোপের দিক হইতে তাহাদের উপর আক্রমণ করে। ইহা এক অকল্পনীয় ব্যাপার যে, তিনি (দারিয়ুস) এত দীর্ঘ ও সংকটময় পথে তাহাদের বিরুদ্ধে আক্রমণ করিয়াছিলেন দক্ষিণ-পূর্ব ইউরোপের দিক হইতে, অথচ তাহারা উত্তর দিক হইতে তাহার অতি নিকটবর্তী ছিল। অতএব অনিবার্য সিদ্ধান্ত এই যে, সেই প্রকাণ্ড প্রাচীরের অস্তিত্ব, যাহা তাহার পূর্ববতী সাইরাসই কেবল করিতে সক্ষম ছিলেন, তাহার (দারিয়ুসের) জন্য আক্রমণকে অসম্ভব করিয়া দিয়াছিল। নিজের দেশকে উত্তর হইতে আক্রমণের জন্য অরক্ষিত রাখিয়া বিশাল সৈন্য বাহিনীসহ অপরদিকে অতিক্রম করিয়া যাওয়ার প্রয়োজন হইত না যদি না তাহার সামনে কোন বাধা বা প্রাচীর না থাকিত। (খ) সাইরাসের সময়ের পূর্বে সিদিয়ানরা পারস্যের উপর অবিরত আক্রমণ চালাইয়াছিল, কিন্তু তাঁহার বিজয়ের পরে এই সকল আক্রমণ সম্পূর্ণভাবে বন্ধ হইয়া গিয়াছিল। এই ঘটনা এই সম্ভাব্য সিদ্ধান্তে উপনীত করে যে, সাইরাস অবশ্যই এমন বাধা সৃষ্টি করিয়াছিলেন যাহা এই সমস্ত অভিযান কার্যকরভাবে বন্ধ করিয়াছিল এবং সেই বাধা ছিল দারবেণ্ডের দেওয়াল যাহাকে ভুলক্রমে আলেকজান্ডারের প্রাচীর বলিয়া অভিহিত করা হইয়াছে।