১৭২৬

‘দুই পর্বত’ দ্বারা দুই প্রতিবন্ধকতা বুঝায়। দারবেন্ট পাস্ (গিরি), যেখানে দেওয়াল নির্মিত হইয়াছিল, উহার একদিকে কাস্‌পিয়ান সাগর অপরদিকে ককেশাস পর্বতমালা। এই দুইটি প্রতিবন্ধকরূপে বিরাজমান ছিল।